চিত্তরঞ্জন। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপির মাধ্যমে কলেজে হিন্দি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের অনুমণ্ডল সভাপতি ড. বিনয় কুমার জানান, চিত্তরঞ্জন, সালানপুর ও মিহিজাম অঞ্চলে বিপুল সংখ্যক হিন্দিভাষী ছাত্রছাত্রী বসবাস করেন। বর্তমানে কলেজে কেবল বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। ফলে ডি.ভি. বয়েজ, ডি.ভি. গার্লস, কস্তুরবা গান্ধী বিদ্যালয় প্রভৃতি হিন্দি মাধ্যম স্কুল থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দূরের কলেজে যেতে বাধ্য হতে হয়। যদি দেশবন্ধু মহাবিদ্যালয়ে হিন্দি মাধ্যমে পড়াশোনা শুরু হয়, তবে নিকটবর্তী এলাকার দরিদ্র, শ্রমজীবী ও গ্রামীণ অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। অ্যাসোসিয়েশনের পীআরও ও লিগ্যাল সেক্রেটারি অশোক কুমার সিনহা বলেন, শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ভাষার ভিত্তিতে কোনো ছাত্রকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা উচিত নয়। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই দাবী আবেদন করতে, অ্যাসোসিয়েশনের জেলা পদাধিকারী এ.জি.এস. প্রণব চন্দ, বিনোদ কুমার, সমর কুমার সরকার, বিনোদ কুমার-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার অ্যাসোসিয়েশনের দাবি: দেশবন্ধু মহাবিদ্যালয়ে হিন্দি মাধ্যমে পড়াশোনা শুরু হোক
