চিত্তরঞ্জন। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা শাখার আয়োজনে, শিশুদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার উদ্দেশ্যে জেলা কার্যালয়ে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিযোগিতায় মোট ২৭৫ জন শিশু উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে তাদের শিল্পীসুলভ ক্ষমতার অসাধারণ প্রদর্শন করেছে। অনুষ্ঠান চলাকালীন শিশুরা সামাজিক বিষয়, প্রকৃতি, সংস্কৃতি এবং মানবাধিকার সম্পর্কিত নানা ভাবনা নিজেদের কল্পনাশক্তির মাধ্যমে ছবিতে ফুটিয়ে তুলেছে। তাদের এই সৃজনশীলতা দেখে আয়োজক ও উপস্থিত অতিথিরা গভীরভাবে মুগ্ধ হয়েছেন। অ্যাসোসিয়েশনের অনুমণ্ডল সভাপতি ড. বিনয় কুমার জানিয়েছেন যে প্রতিযোগিতার ফলাফল আগামী ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩০ মিনিটে জেলা কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে। একই অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী শিশুদেরকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে, যাতে তারা ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কর্মসূচিতে অংশগ্রহণের অনুপ্রেরণা পায়। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ শিশুদের মধ্যে শিল্পচর্চা ও অভিব্যক্তির সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় মানবাধিকার এসোসিয়েশন-এর বসে আঁকো প্রতিযোগিতা ২০২৫
