জামতাড়া। সোমবার জামতাড়া জেলার পাণ্ডেডিহে অবস্থিত জ্ঞান রেণু বিদ্যা নিকেতন প্রাঙ্গণে ঝাড়খণ্ড বেঙ্গলি কমিটি, জামতাড়া শাখার উদ্যোগে যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী শ্রদ্ধা, উৎসাহ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণু প্রসাদ ভাইয়ার সহধর্মিণী ও সমাজসেবী চামেলি দেবী। তিনি বিধিবদ্ধভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।এই উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক দেবাশীষ মিশ্র, মন্ত্রী প্রতিনিধি ইরশাদ উল হক আরসি, বিজয় দুবে, দুবরাজ মণ্ডল, করালি চরণ সারখেল, জিতু সিং, কঞ্চন গোপাল মণ্ডল, রবিন কর ও আকাশ সাও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় স্বামী বিবেকানন্দের পূর্ণাকৃতি মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।প্রধান অতিথি চামেলি দেবী তাঁর বক্তব্যে বলেন, স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি যুবকদের আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও দেশসেবাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দ যুবসমাজকে জাগ্রত করে ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন।অনুষ্ঠানে ঝাড়খণ্ড বেঙ্গলি কমিটি, জ্ঞান রেণু বিদ্যা নিকেতন এবং সেন্ট অ্যান্থনি স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শকে জীবন্ত করে তোলে, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিকে স্মারক ও বিভিন্ন মহাপুরুষের জীবনচরিত বিষয়ক গ্রন্থ উপহার দিয়ে সম্মানিত করা হয়।সমগ্র অনুষ্ঠান সাফল্যের সঙ্গে পরিচালনা করেন ঝাড়খণ্ড বেঙ্গলি কমিটি, জামতাড়া শাখার জেলা সভাপতি ড. দুর্গাদাস ভাণ্ডারী এবং জ্ঞান রেণু বিদ্যা নিকেতনের পরিচালক শ্যামল মণ্ডল। তাঁদের ভূমিকা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। এ সময় উপস্থিত সাংবাদিকদেরও বিশেষভাবে সম্মান জানানো হয়।অনুষ্ঠানে কিরণ মণ্ডল, চঞ্চল রায়, দীপ্তি বিরাজ পাল, দেবজিৎ সারখেল, ড. উজ্জ্বল কুমার দাস, ড. পি. কে. সারখেল, কাজল রায় চৌধুরী, বাপন দাস, শ্যামল বাউরি, মনোরঞ্জন দে, কিশন বাউরি, উজ্জ্বল ঘাঁটি সহ ঝাড়খণ্ড বেঙ্গলি কমিটির বহু সদস্য ও স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।
যুবশক্তিকে দিশা দেখানো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী জামতাড়ায় সাড়ম্বরে উদযাপিত
