বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ভারতীয় মানবাধিকার এসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা কমিটির

চিত্তরঞ্জন। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা কমিটি, মানবাধিকার দিবস উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ও সচেতনতা-ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা ও রাজ্যের বহু সম্মানিত পদাধিকারী, পুলিশ কর্মকর্তা, আইনজীবী প্রতিনিধি এবং সমাজসেবীরা উপস্থিত থেকে এর মর্যাদা বৃদ্ধি করেন। প্রধান অতিথিদের মধ্যে রাজ্য মহাসচিব পঙ্কজ গুপ্তা, অনুমণ্ডল সভাপতি ড. বিনয় কুমার, চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ ইসমাইল আলি, ডিএলএসএ প্রতিনিধি অনির্বাণ দাস, জেলা সহ-সভাপতি ইন্দ্রনাথ সরকার, সমাজসেবী বিজয় সিং ভোলা, জেলা মহাসচিব সতীশ পান্ডে উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি প্রণব চন্দ, জেলা লিগাল সেক্রেটারি অশোক সিংহ, সালানপুর সভাপতি হরজিৎ সিং, মহিলা সম্পাদক শ্রাবণী দাস, জেলা কল্যাণ সম্পাদক আয়ান দাস, চিত্তরঞ্জন সভাপতি বৈদ্যনাথ সিং, সৌমেন চক্রবর্তী, শিশির কুমার, বিনোদ কুমার, ধর্মেন্দ্র কুমার, দেবিকা বৈদ্য, মধুপ সিং, সমর সরকার, হ্যাপি সাহা, উত্তীয় লস্কর, শুভশ্রী লস্কর প্রমুখ। উদ্বোধন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা হয় পঙ্কজ গুপ্তা ও ড. বিনয় কুমার-এর যৌথ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। পরে প্রতিষ্ঠাতা পূজ্য রাজা চন্দ্রবংশী-এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও সঞ্চালনা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন জেলা সম্পাদক সতীশ পান্ডে ও জেলা মিডিয়া সম্পাদক সাগর কুণ্ডু। এছাড়া মহিলা সদস্যরা পরিবেশন করেন সাংস্কৃতিক গান। শিশুদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আনন্দ ও উল্লাসে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে এই বছরের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের নতুন উদ্যোগ বিনামূল্যে অক্সিজেন সেবা। ঘোষণা করা হয় যে জেলার যে কোনো প্রয়োজনীয় মানুষকে অবিলম্বে অক্সিজেন সহায়তা দেওয়া হবে। মানবসেবার পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। আইনগত সচেতনতা ও অতিথিদের বক্তব্যঅতিথিরা মানবাধিকার, সাংবিধানিক অধিকার, পুলিশ সহায়তা, নারী ও শিশু সুরক্ষা, বিচার প্রক্রিয়া এবং আইনগত সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ ও আইন পরিষেবার প্রতিনিধিরা বলেন সমাজের মানুষ যদি নিজেদের অধিকার ও আইনকে বুঝতে পারে, তবেই মানবাধিকার রক্ষা সম্ভব। অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক অশোক কুমার সিনহা জনহিতকর কাজ, আইনগত সহায়তা এবং মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা এ মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ এ, বি ও সি-এর মোট ৩০ জন শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়াও উপস্থিত সকল শিশুদের মেডেল প্রদান করে উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *